লেখিকা: চৈতালী মাহাত
প্রকাশক: সোনাঝুরি
Genre: ছোটগল্প
পৃষ্ঠা সংখ্যা : 48
মূল্য: 50 টাকা
Year: 2019
Rating: 4.5/5 stars
এই বচ্ছরের শেষ বই হিসাবে তুলে নিলাম চৈতালী দির লেখা ছোটগল্প সংকলন 'যারা ঘরে ফেরেনি'। পুরুলিয়ার প্রকাশনী 'সোনাঝুরি' থেকে প্রকাশিত চৈতালীদির এই গল্পের বাগানে রয়েছে আটটি ভিন্ন রঙের ফুল, যারা তুলে ধরেছে পুরুলিয়া তথা মানভূমের মানুষদের সুখদুঃখের কথা, তাদের শোষণের ইতিহাস, জীবনধারার চিত্র। চৈতালীদির লেখনীতে ফুটে উঠেছে সেই মানুষগুলোর কথা, যারা চিরকাল অবহেলিত হয়েছেন। যাদের কথা কেও বলে না, সেই মানুষগুলোই তার কাহিনির নায়ক ও নায়িকা। একজন দক্ষ চিত্রকারের মতোই পাঠকদের মনের ক্যানভাসে তার লেখা দিয়ে তিনি দাগ কেটেছেন। প্রথম যে বিষয়টা তার লেখায় আমার ভালো লেগেছে তা হলো শব্দচয়ন, লেখনশৈলী ও মানভূম বাংলার ব্যবহার। প্রতিটি গল্প এতো সুন্দর ভাবে লেখা যে তারা যেন শেষ হয়েও শেষ হয় না। মনের কোথাও আরেকটু জানার একটা ইচ্ছা যেন থেকেই যায়। প্রভার রুকু নাচনী হওয়ার গল্পই হোক কিম্বা বুধুর কয়লাখনির মধ্যে গড়ে ওঠা সংসার এর গল্প, প্রতিটি কাহিনি লেখিকার কলমের জাদুতে জীবন্ত হয়ে উঠেছে।
দ্বিতীয় যে বিষয়টা আমার ভালো লাগলো সেটা হলো গল্পগুলির মধ্যে লুকিয়ে থাকা মানভূম লোকসংস্কৃতির ইতিহাস। প্রতিটি গল্প যে অনেকখনি রিসার্চ করে লেখা, সেটা গল্প গুলি পড়লেই বোঝা যায়। প্রেম ও মাতৃত্বর রূপ, শ্রেণী ও জাতিভেদ , ধর্মীয় ও সামাজিক ভেদাভদ, মহিলা ও আদিবাসীদের শোষণ ইত্যাদি বিভিন্ন বিষয়কে লেখিকা তার গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। গল্পগুলি শুধুই বিনোদন দেয় না, কিন্তু চোখে আঙ্গুল দিয়ে প্রশ্ন করে, পাঠককে ভাবায়।
বইটি পড়ে সত্যি খুব ভালো লাগল। প্রতিটি গল্পে এক অদ্ভুত সত্যতা আর মাটির গন্ধ লেগে রয়েছে। পড়ে দেখুন ভালো লাগবে। বইটিকে আমি দিচ্ছি 4.5 stars এবং আমি এটা সেই পাঠকদের জন্যে recommend করবো যারা নতুন কিছু পড়তে আগ্রহী।
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন এই নম্বর এ
সোনাঝুরি প্রকাশনী: মোবাইল: 790 888 8514
No comments:
Post a Comment
If you have any doubts, let me know